বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও অধিনায়কত্বে দেখা যাবে ওপেনার তামিম ইকবালকে। গেলোবারে তামিমের হাত ধরে চ্যাম্পিয়ন্স হওয়া ফরচুন বরিশালে এবারের আসরে তামিম খেলবেন কিনা তা নিয়ে ছিলো শঙ্কা। এবার সব জল্পনা-কল্পনা শেষে আবারও তামিম ইকবালকে এই মৌসুমে ফরচুন বরিশালের অধিনায়কত্বে দেখা যাবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল। সেই পোস্টে তামিম ইকবালের ছবির সাথে লেখা ছিলো ‘তামিম ইকবাল ক্যাপ্টেন’। গত আসরে তাঁর হাত হাত ধরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্সের স্বাধ পায় বরিশাল। তামিমের খবর নিশ্চিত করলেও এখনো অন্য কোনো প্লেয়ারকে রিটেইনের খবর শোনা জানায়নি। তবে গুঞ্জন আছে দেশীয় দুই ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাকে রিটেইন করবে তারা।
আরও পড়ুনঃ- সাকিব-তামিম পারভেজদের নিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড
বিদেশে ক্রিকেটারদের মধ্যে বেশকিছু ক্রিকেটারদের সাথে আলোচনা চালাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এদের মধ্যে অন্যতম দুই বড় নাম কাইল মায়ার্স, এবং ডেভিড মিলারকে রিটেইন করছে যা এক প্রকার নিশ্চিত। শোনা যাচ্ছে বিপিএলের শেষের দিকে দলে যোগ দেবেন তারা। তাছাড়া পাকিস্তানের ফাহিম আশরাফ এবং ইংল্যান্ডের ডেভিড মালানের সাথে কথা বলছে ফ্র্যাঞ্চাইজিটির কর্তারা। আগামি ১৪ অক্টোবর হবে এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট।