বাংলাদেশ প্রিমিয়ার লীগের আগামী আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন অান্দ্রে রাসেল ও সুনীল নারাইন।
গত মৌসুমেও কুমিল্লার হয়ে খেলেছিলেন এই দুই ক্যারীবীয় তারকা।
কুমিল্লার ফ্রাঞ্চাইজি তাদের গত আসরের দল থেকে রিটেইন করেছে রাসেল এবং নারাইনকে। এছাড়া পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকেও বিদেশি কোটায় রিটেইন করেছে দলটি।
দেশি খেলোয়াড়দের ভেতরে লিটন দাস,মোস্তাফিজুর রহমান ও তানভীর আহমেদকে গত আসরের মতো আগামী আসরের জন্যও দলে রেখে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
গতবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা তরুন ব্যাটার তওহীদ হৃদয়কে আগামী মৌসুমের জন্য সরাসরি চুক্তিতে দলে নিয়েছে কুমিল্লা।
আগামী ২৪শে সেপ্টেম্বর আসন্ন বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।
২০২৪ এর জানুয়ারিতে বিপিএল মাঠে গড়ানোর কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে তা পিছিয়ে যেতে পারে।