সিলেট দলে যোগ দিয়েছেন তিন বিদেশী খেলবেন
শুরু থেকেই, বেন কাটিং রায়ান বার্ল বেনি হল এই
তিন ফরেন রিক্রুট আজ অনুশীলনে এসেছে।প্রথম
ম্যাচ থেকেই তাদেরকে পাচ্ছে সিলেট।১৯ তারিখ
উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।সেই
ম্যাচকে ঘিরে প্রস্তুতি ও নিচ্ছে দলটি কিন্তু সাথে নেই দলটির সম্ভাব্য ক্যাপ্টেন ও আইকন ক্রিকেটার
মাশরাফি বিন মর্তুজা। ম্যাশকে এখনো সিলেট দলের সাথে পাওয়া যায়নি।অতিসত্বর দলের সাথে
যোগ দিবেন আশা করা যায়।
আজ মিরপুর একাডেমি মাঠে সিলেটের অফিশিয়াল প্র্যাক্টিস ছিলো।তখন হঠাৎ ই সেই অনুশীলনে আসেন মুশফিকুর রহিম।এর আগে তামিমও এসেছিলেন অনুশীলনে,এসে সবার খোজখবর নিয়েছেন কথা বলেছেন সিলেট স্ট্রাইকার্স দলের সদস্যদের সাথে।কারন হচ্ছে আজ সিলেট বরিশাল সহ তিন দলের অনুশীলন মাঠে গড়ানোর কথা।যার মধ্যে প্রথম দল হিসেবে মিরপুর এসেছে সিলেট।মাশরাফি ছাড়া প্রায় সবাই
ছিলো দলটিতে।ম্যাশ প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সী না করলে শান্ত হবেন ক্যাপ্টেন এমনকি এটাও গুঞ্জন আছে যে পুরো সিজনের জন্য অধিনায়কত্ব করতে
পারেন শান্ত।ম্যাশের শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে শান্তর কাধেও চাপানো হতে পারে দায়িত্ব।
তবে আজ সিলেটকে বেশ ফুরফুরে মেজাজেই লেগেছে অনুশীলন কালে।দলটিকে লিড করছেন শান্ত।সম্ভাব্য অধিনায়কও এই ব্যাটার তাই বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে শান্তকে।গত বারের রানার্সআপ দলটি এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষেই দল গঠন করেছে।তাদের দল বেশ ব্যালেন্সড বলা চলে। বিশেষ করে অলরাউন্ডার এর যে সমতা তাতে এই
দল একাদশ গঠন নিয়ে তেমন ঝামেলায় পরবে না
বরংচ পেন পেপারে এগিয়ে থাকা বেশ কটি দলের
থেকেও ভালো ব্যালেন্সিং টিম নিয়ে মাঠে নামতে পারবে সিলেট!