অস্ট্রেলিয়া দলে আরেকটি বড় ধাক্কা। ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেলেন তাদের তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। তিনি কবে আবার দলের সঙ্গে যোগ দেবেন সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই।
বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে মার্শের ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে সেখানে বলা হয়েছে, ‘তার তিনি কবে নাগাদ ফরতে পারেন এখনও নিশ্চিত করা হয়নি।’
এই নিয়ে পরপর দুদিনে দুটি দুঃসংবাদ পেল ছন্দে থাকা অজিরা। আগের দিন বুধবার পাওয়া যায় তাদের আরেক তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের চোটের খবর।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে লম্বা বিরতি থাকায় গত সোমবার গোটা দলকে ছুটি দিয়েছিল অস্ট্রেলিয়া। সেদিনই গলফ খেলতে গিয়ে ম্যাক্সওয়েল মাথায় আঘাত পান। তাকে ছয় থেকে আট দিন পর্যন্ত কনকাশন নিয় অনুযায়ী পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চোটের কারণে আগামী শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না ম্যাক্সওয়েল। পাশাপাশি সেদিন মার্শকেও পাবে না অজিরা।
শুধু তা-ই নয়। বিশ্বকাপের বাকি অংশেও মার্শকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তাই তাকে ১৫ সদস্যের স্কোয়াড থেকে ছেঁটে অন্য কাউকে নেওয়া হবে কিনা সামনের দিনগুলোতে সেই সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে হারলেও পরের চার ম্যাচ টানা জিতে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ৩য় অবস্থানে রয়েছে অজিরা।