June 21, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট

বিতর্ককে সঙ্গী করে মাঠে নামছে ভারত ও আফগানিস্তান

বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

 

তবে ম্যাচ শুরুর আগে দুই দলের ভেতরে তৈরি হয়েছে নতুন দন্দ্ব। সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছে ভারত। যেখানে ফাইনাল খেলেছিল ভারত ও আফগানিস্তান। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচ পুরোপুরি শেষ হয়নি। প্রথম ইনিংসে ভারতের ব্যাটিংয়ের সময় বৃষ্টি শুরু হলে শেষ পর্যন্ত আর একটি বলও মাঠে গড়ায়নি। তবে এশিয়ান গেমসের নিয়মানুযায়ী ম্যাচ অমিমাংসিত থাকার পরেও র্যাংকিংয়ে এগিয়ে থাকার কারণে সোনা পায় ভারত।

 

এই বিষয়ে আফগানিস্তানের বিশ্বকাপ রিজার্ভ দলে থাকা সদস্য ফরিদ মালিক মুখ খুলেছেন। তার মতে ভারতকে এভাবে সোনা দেওয়া উচিত হয়নি।

সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, “সোনা দুই দেশকে অর্ধেক অর্ধেক কেটে দিয়ে দেওয়া উচিত ছিল (হাসতে হাসতে)। আমার মতে, এ ধরনের পরিস্থিতিতে দুই দেশকেই যুগ্মভাবে জয়ী ঘোষণা করা উচিত ছিল। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সোনা দিয়ে দেওয়া মোটেই উচিত নয়। ম্যাচ হলে ভাল হত।”

 

তবে বিতর্কের এখানেই শেষ নয়। গত আইপিএলে আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে খেলার মাঝেই আফগানিস্তানের ক্রিকেটার নাভিন-উল-হকের সঙ্গে বিবাদ হয় বিরাট কোহলির। ম্যাচ শেষে বিরাটের সঙ্গে হাত মেলাতে চাননি নাভিন। তাদের এই বিবাদে ঢুকে পড়েন লখ্নৌর মেন্টর গৌতম গম্ভীর। তাঁদের ছাড়াতে হিমশিম খান বাকি ক্রিকেটাররা। পরে এই ঘটনার জন্য বিরাট ও গম্ভীরের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়। নবীনের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়।

 

সেই ঘটনার পর আবার মুখোমুখি হচ্ছেন দুই ক্রিকেটার। তবে এ বার নিজেদের দেশের জার্সিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *