October 13, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট

বিগ ব্যাশের ড্রাফটে তিন বাংলাদেশি

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের এবারের আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর। ড্রাফটের জন্য ৩৭৬ ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন। ড্রাফটের জন্য নাম দেয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া, যেখানে রয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটার।

আসন্ন বিগ ব্যাশের ড্রাফটে নাম জমা দিয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার।বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও তরুণ পেসার রিপন মন্ডল। আর মেয়েদের বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছেন জাহানারা আলম।

ড্রাফটে নাম দেয়া মানে বিগ ব্যাশে খেলার ইচ্ছে প্রকাশ করা। বাকিটা নির্ভর করছে দলগুলোর ওপর। ড্রাফটে সবচেয়ে বেশি ১৪৪ জন ক্রিকেটার রয়েছে ইংল্যান্ড থেকে।পাকিস্তানি হারিস রউফ, নাসিম শাহ, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকা ক্রিকেটাররা নাম লিখিয়েছেন বিগ ব্যাশের ড্রাফটে।

ড্রাফট থেকে প্রতিটি দলকেই অন্তুত দুইজন করে ক্রিকেটারকে নিতে হবে। সর্বোচ্চ তিনজন ক্রিকেটার নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে ড্রাফটের প্রথম দুই রাউন্ড। এরপর ‘স্ন্যাক’ ফরম্যাটে হবে এই ড্রাফট। এটা মূলত আগের রাউন্ডে যারা সবার শেষে প্লেয়ার নিয়েছে তারা সবার আগে ডাকার সুযোগ পাবে।

এর আগে একমাত্র বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *