হ্যারি কেইন টটেনহামে থাকবেন না পাড়ি জমাবেন বায়ার্ন শিবিরে তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। বায়ার্ন মিউনিখ হ্যারি কেইনকে দলে পেতে দফায় দফায় প্রস্তাব পাঠাচ্ছিলো টটেনহামের কাছে।কিন্তু নায্য দাম না পাওয়ায় বার বার বায়ার্নের পাঠানো প্রস্তাব প্রত্যাখান করছিলো হটস্পার চেয়ারম্যান ড্যানিয়েল লেভি।
তবে শেষ পর্যন্ত ১০০ মিলিয়নের বেশি ইউরোর বিনিময়ে কেইনকে ছাড়তে রাজি হয় টটেনহাম,রাজি হন কেইনও।শুক্রবার আনুষ্ঠানিকভাবে বায়ার্নে যোগও দিয়েছেন কেইন,ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তার মেডিকেলও।
শনিবার বায়ার্ন মিউনিখ তাদের ক্লাব ওয়েবসাইটে জানিয়ে দেয়, চার বছরের চুক্তিতে হ্যারি কেইনকে টটেনহাম থেকে দলে ভিড়িয়েছে তারা।অর্থাৎ কেইনের সঙ্গে বায়ার্নের চুক্তি হয়েছে ২০২৭ সাল পর্যন্ত।
বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী,কেইনকে দলে ভেড়াতে বায়ার্নের খরচ হয়েছে ১০০ মিলিয়ন ইউরোর বেশি।যদি তাই হয়ে থাকে তাহলে বায়ার্নের ইতিহাসে এখন সবচেয়ে দামী খেলোয়াড় কেইন।এর আগে ফরাসি খেলোয়াড় লুকা এরনান্দেজকে এতলেটিকো মাদ্রিদ থেকে ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিয়েছিলো বায়ার্ন।যা এতদিন পর্যন্ত ছিলো বাভারিয়ানদের সবচেয়ে দামী সাইনিং।
টটেনহামের একাডেমি থেকে ২০১১ সালে মূল দলে সুযোগ পায় কেইন।ধীরে ধীরে হয়ে ওঠেন হটস্পারদের মহামূল্যবান একজন।ক্লাবটির হয়ে ৪৩৫ ম্যাচে ২৮০ গোল করা কেইনই টটেনহামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।ইংলিশ প্রিমিয়ার লিগে ২১৩ গোল নিয়ে অ্যালেন শেরারের পর দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরারও এই ইংলিশ ফরোয়ার্ড।
২০২০-২১ মৌসুমে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডেস্কি বায়ার্ন ছাড়ার পর একজন জেনুইন স্ট্রাইকারের অভাব বোধ করছিলো বায়ার্ন।
হ্যারি কেইনকে দলে ভেড়ানোর মাধ্যমে এখন সেই অভাব ঘুচলো বায়ার্নের।
আন্তর্জাতিক
বায়ার্ন মুলুকে ইংলিশ অধিনায়ক….!!
- August 12, 2023
- 0 Comments
- Less than a minute
- 1 year ago