অর্থ পাচার ও অবৈধ সম্পদ গড়ার অভিযোগে বাফুফের নারী লীগের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরনকে তলব করেছে দুদক (দুর্নীতি দমন কমিশন)।
তার বিপক্ষে দুদকে অভিযোগ করেছিল বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব।তাদের অভিযোগ ছিল, রাজধানী ঢাকায় কিরণের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও ফ্লাট রয়েছে।পাশাপাশি বাংলাদেশ নারী ফুটবল দলের বিভিন্ন অনুদানের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করছেন তিনি।
যে কারণে বুধবার প্রায় ১২টার দিকে দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরন বলেন, ‘ আমি সম্পূর্ণ নির্দোষ।বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব আমার বিপক্ষে দুদকে অভিযোগ করেছে।যে কারণে আমাকে দুদক কার্যালয় ডাকা হয়েছিল।আমি সকল আর্থিক দলিল দিয়ে এসেছি।পরবর্তীতে প্রয়োজন হলে আরো দিয়ে আসবো।এর আগে দুদক আমাকে নিয়ে তদন্ত করেছে,যেখানে আমাকে নির্দোষ বলা হয়েছে।আশা করছি এবারও আমি নির্দোষ প্রমাণিত হব।’
উল্লেখ্য,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এফআইবি নামক একটা কমিটি বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।