প্রথম দফায় ২০১৪-২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ হন চান্দিকা হাথুরাসিংহে। সে সময় দেশের ক্রিকেটে বেশ উন্নতি দেখা গেলেও দ্বিতীয় দফায় দেখা যাচ্ছে মুদ্রার উল্টো পিঠ। দলের অবস্থা এতটাই শোচনীয় যে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে শক্তিশালী হিসেবে ধরা হত, সেই ফরম্যাটেও এখন যাচ্ছেতাই পারফর্ম করছে টাইগাররা।
বিশ্বকাপে এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে জিতেছে মোটে এক ম্যাচ৷ বাকি ম্যাচগুলোতে প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি সাকিব-মুশফিকরা। অনেকেই দলের এই ভরাডুবির কারণ হিসেবে দায়ী করছেন হেড কোচ চান্দিকা হাথুরাসিংহকে। পাশাপাশি মাঠের বাইরে নানা কর্মকাণ্ডে হাথুরু হস্তক্ষেপ করেন বলেও মনে করেন অনেকে। ফলে টাইগার ভক্ত-সমর্থকদের চোখের কাটা হয়েয় দাঁড়িয়েছে এই শ্রীলঙ্কান।
বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে সময় চলাকালীন হাথুরু জানালেন তার আসল কাজ হবে বিশ্বকাপ শেষে। এর আগে কিছুই করার ছিল না বলেও জানিয়েছেন এই কোচ।।
আগামী সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে। এ সময় বিশ্বকাপ ব্যর্থতার প্রশ্নে টাইগার এই প্রধান কোচ বলেন, ‘আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে। আগের সাত মাসে কিছুই করার ছিল না।’
পাশাপাশি বিশ্বকাপে খারাপ করার দায় নিজের কাঁধে নিয়ে তিনি বলেন, ‘আমি এই দলের বাকিদের মতোই দায় নিচ্ছি। আমরা সমর্থক ও নিজেদেরকে হতাশ করেছি। সেরা ক্রিকেটটা খেলতে পারিনি কিন্তু প্রথম ম্যাচ থেকে এখন এসে কিছুই বদলে যায়নি। কেবল আমরা যা শুনছি, সেটা বদলেছে। স্কিল কোথাও চলে যায়নি।
‘আমার মনে হয় আমরা নিজেদেরকে বাড়তি প্রত্যাশা দিয়ে দমিয়ে রেখেছি। এই একটা ব্যাপার নিয়েই আমরা ভাবতে পারি, কারণ আপনি ঠিকই বলেছেন, সামর্থ্য অনুযায়ী অথবা বিশ্বকাপে আসার আগে খেলা সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। সেদিক থেকে আমাদের আয়নায় তাকাতে হবে আর দেখতে হবে কী ভুল হলো।’-আরও যোগ করেন তিনি।