October 16, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আইপিএল আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশ

বাংলাদেশ সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলবেন রাবাদারা

মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ডিন এলগার অনেকটা গর্বভরেই বলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজটা তাদের দলের খেলোয়াড়দের জন্য লিটমাস টেস্ট, দেশের প্রতি আনুগত্য জাহির করার মঞ্চ। দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়রা সে পরীক্ষায় তাহলে ফেলই করে বসলেন? বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ বাদ দিয়ে আইপিএলকেই বেছে নিলেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিরা। তাতে আসন্ন সিরিজে প্রোটিয়াদের শক্তি কমলো বৈকি!

ইএসিপিএন জানাচ্ছে, দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলার সিদ্ধান্তটা এসেছে ‘সর্বসম্মতিক্রমেই’। মূলত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট এ বিষয়টা খেলোয়াড়দের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়াতেই এসেছে রাবাদাদের এই সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *