‘বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটটা ভালো খেলছে না, এখন বোর্ড নতুন কিছু করার চেষ্টা করছে’- সোমবার বাংলাদেশের ক্রিকেটারদের সাথে অনানুষ্ঠানিক একটি বৈঠক শেষে এমন কথাই বলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণার পর থেকেই বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে একটা প্রশ্নই ঘুরেফিরে আসছিল- মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ কে টি-টোয়েন্টি দল থেকে চিরতরে বিদায় বলে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড?
এমন প্রশ্নের জবাবে স্পষ্ট কোনো উত্তর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল কারো মুখ থেকেই আসেনি।
কিন্তু খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটটা গুরুত্বপূর্ণ, কোনো ব্যক্তি, কোনো নাম আর গুরুত্বপূর্ণ নয় বিসিবির কাছে। তাই এখন অন্য কিছু করার এই চেষ্টা।”
মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নিয়মিত মুখ, ওয়ানডে ফরম্যাটেও তিনি এখনো দল থেকে বাদ পড়েননি।
কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে এটাই প্রথম নয়, ২০২১ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর, পাকিস্তানের বিপক্ষে সিরিজে মুশফিককে ছাড়াই দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সেইবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, মুশফিকুর রহিমকে বিশ্রাম দেয়া হয়েছে।
তবে মুশফিকুর রহিম এই ‘বিশ্রামের’ খবর পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তখন।
মুশফিকের ভাষ্য ছিল বাদ দেয়া হলে ‘বাদ’ বলাই ভালো, বিশ্রাম নয়।
তবে এবার বোর্ড বিশ্রাম বললেও মুশফিকুর রহিম নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘এই দলটাকে পূর্ণ সমর্থন দিচ্ছি। সোহানকে অধিনায়ক হিসেবে শুভকামনা।’
জিম্বাবুয়ে সিরিজে টি টুয়েন্টি দলে যারা আছেন তাদের মধ্যে মুস্তাফিজুর রহমান ও লিটন দাসের আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা সবচেয়ে বেশি
মাহমুদুল্লাহ এবং মুশফিক দু’জনের জন্য টি-টোয়েন্টি দলের দরজা অনেকটাই বন্ধ এখন, তাই বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিৎ বিষয়টা পরিস্কার করা।
নাজমুল আবেদীন ফাহিম সংবাদ মাধ্যমকে বলেন, ‘এটাতে বোর্ড একটা রহস্য রেখে দিলো কেন আমি জানি না। যদি ব্যাপারটা এমন হয় যে এটা বিশ্রাম অথবা একেবারে ওদের নিয়ে ভাবছে না। সামনে যাই হোক নতুনদের নিয়েই এগিয়ে যাবো।’
মুশফিক বা রিয়াদ যদি অনিশ্চয়তা নিয়ে টি-টোয়েন্টি না খেলে, এই ঘটনাগুলো অন্য ফরম্যাটে প্রভাব ফেলবে, একটা আস্থার অভাব দেখা দিতে পারে বলেই মনে করছেন নাজমুল আবেদীন।
তবে জিম্বাবুয়ে তুলনামূলক দুর্বল দল হওয়াতে এটাকে অবশ্যই একটা সুযোগ বলে মনে করেন তিনি।
তাই এই সফরে বাংলাদেশ তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গড়ার কাজকে ইতিবাচক হিসেবে দেখছেন নাজমুল আবেদিন ফাহিম