এশিয়া কাপের গ্রুপ ‘বি’ তে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকেও অনানুষ্ঠানিকভাবে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। কিন্তু আশ্চর্যজনক হলেও পয়েন্ট তালিকার শীর্ষে থাকা শ্রীলঙ্কাকে এখনো পরের রাউন্ড যাওয়ায় জন্য পরবর্তী ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এশিয়া কাপের গ্রুপ বি তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানস্তান।যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেট আর ১১ ওভার হাতে রেখে হারায় শ্রীলঙ্কা। বড় ব্যবধানে জয়ের ফলে নেট রানরেটে যেমন অনেকটা এগিয়ে যায় লঙ্কানরা(+০.৯৫১),তেমনি রানরেটে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
তবে বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে টাইগাররা। ফলে বাংলাদেশ নেট রানরেটেও এগিয়ে যায় অনেকখানি। আর গ্রুপের শেষে থাকা আফগানিস্তানের রানরেট দাঁড়ায়(-১.৭৮০)।
আগামী ৫ই সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা জয়লাভ করে তাহলে গ্রুপ বি থেকে সরাসরি সুপার ফোরে উত্তীর্ণ হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে যদি সেই ম্যাচে আফগানিস্তান জয় পায় তাহলে তিন দলের পয়েন্ট হবে সমান তিন।তখন নেট রানরেটে এগিয়ে থাকা দুই দল যাবে পরের রাউন্ডে।
সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে যদি অনেক বড় ব্যবধানে হারাতে পারে আফগানিস্তান,তাহলে তাদের রানরেট বেড়ে যাবে।আবার বড় ব্যবধানে হারার কারণে শ্রীলঙ্কার রানরেট কমে যাবে। সেক্ষেত্রে আফগানিস্তান পরের রাউন্ডে কোয়ালিফাই করবে।
তবে আক্ষরিক অর্থে সেই কাজটি আফগানদের জন্য অনেকটাই কঠিন।
যেহেতু বাংলাদেশের দুইটি ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে, তাই তাদের রানরেটে আর কোনো পরিবর্তন আসবেনা।
আফগানস্তানকে বড় ব্যবধানে হারানোয় ধরে নেওয়ায় যায় বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত।