October 13, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে বড় দুই তারকাকে পাওয়ার আশাবাদী নিউজিল্যান্ড কোচের

বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ইংলিশদের বিরুদ্ধে দেখালো মুদ্রার উল্টো পিঠ। ব্যাট-বল দুই বিভাগে এদিন ব্যর্থ হয় বাংলাদেশ।

 

আগামী ১৩ই অক্টোবর চেন্নাইয়ের এম. চিদাম্বারাম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সবার উপরে আছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকেও হেসেখেলে হারায় কিউইরা।

 

প্রথম দুই ম্যাচে নিজেদের দুই বড় তারকা কেন উইলিয়ামসন ও টিম সাউদিকে ছাড়াই মাঠে নেমেছিলো নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কিউই একাদশে এই দুইজন থাকতে পারেন বলে জানিয়েছেন প্রধান কোচ গ্যারি স্টেড।

 

উইলিয়ামসনের শারীরিক অবস্থার উন্নতি নিয়ে ব্ল্যাকক্যাপসদের কোচ বলেন, ‘সে দারুণ উন্নতি করছে। শেষ ৫-৬ দিন ওর বেশ ভালো গেছে। এটা আর এখন তার ইনজুরি নয়। সে উইকেটে দৌড়াতে পারছে কি না, ফিল্ডিং করতে পারছে কি না– ৫০ ওভারের খেলায়, এই বিষয়গুলো বুঝতে হবে এখন। আমরা খুশি, এখন যে অবস্থায় আছে।’

 

আরও যোগ করেন, ‘কেন যদি এভেইলঅ্যাবল হয় তাহলে সে খেলবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে বিশ্বের অন্যতম সেরা একজন ক্রিকেটার। আমরা এই মুহূর্তে আলোচনা করছি দলের কম্বিনেশন নিয়ে। উদাহরণ হিসেবে বলব, জিমি নিশাম প্রথম ম্যাচে খেলেনি, দ্বিতীয়টিতে খেলেছে। পুরোটাই কন্ডিশনের ওপর ভাবছি।’

 

 

সাউদিকে নিয়েও আশাবাদী নিউজিল্যান্ড কোচ, ‘একাদশে জায়গা পাওয়ার জন্য বিবেচিত হতে প্রস্তুত সাউদি। সে ভালোভাবে এগোচ্ছে। দেখে মনে হচ্ছে, তার আঙুল ভালোভাবে জোড়া লেগেছে। গত কয়েকটি অনুশীলন সেশনে সে পুরোদমে বোলিং করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *