October 13, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
Uncategorized

বাংলাদেশকে ২০৭ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা!

প্রথম বলে চার ২য় বলেই উইকেট আদায় করে নিলেন শরিফুল ইসলাম! আভিস্কাকে ফিরিয়ে দেখালেন টাইম আউটের ইঙ্গিত! বড় ভাই সাকিবকেতো এই ইঙ্গিতই দিয়েছিলেন ম্যাথিউস!
বর্তমানে বাংলাদেশ আর শ্রীলঙ্কার লড়াই হয় হাড্ডাহাড্ডি সেটি,অফ দ্যা ফিল্ড কিংবা অন দ্যা ফিল্ড দুইখানেই!

সিলেটের ব্যাটিং স্বর্গ ঘাসের পিচে,আজ শান্ত টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান শ্রীলঙ্কাকে!
ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার মেরে রানের খাতা খোলে লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো। পরের বলেই এই ডান হাতি ওপেনারকে ফিরিয়ে ভালো শুরু এনে দেয় শরিফুল।আর দেখান টাইম আউটের ইঙ্গিত!

ফার্নান্দোর বিদায়ের পর কুসাল মেন্ডিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন কামিন্দু মেন্ডিস। তবে ইনিংস বড় করতে পারেনি এই বাঁহাতি ব্যাটার। ১৪ বলে ১৯ করেন তিনি। তাকে ফেরান তাসকিন আহমেদ।পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ৪৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা।

তবে পরের পার্টনারশিপেই বড় রান তুলে নেয় শ্রীলঙ্কা!
সাদিরা সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার কুসাল মেন্ডিস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে লঙ্কানরা। ১০ ওভারে ৭৯ রান তুলে দলকে এগিয়ে নেয় এই দুই ব্যাটার।এরপর এই উইকেট থাকে ১৪.৩ ওভার পর্যন্ত।১৫তম ওভারের ৪র্থ বলে ৩৬ বলে ৫৯ করা কুশাল মেন্ডিসকে ফেরান লেগ স্পীনার রিশাদ হোসাইন!
তবে এরপর বেশ বড় টার্গেটের দিকেই এগিয়ে যায় শ্রীলঙ্কা!
সামারা আর আসালাঙ্কা মিলে শূরু করেন চার-ছয়ের তান্ডব।৩৫ বলেই ফিফটি পার্টনারশিপ গড়েন দুজন।এগিয়ে যায় দুইশো রানের দিকে।
এরপর ফিজ-শরিফুলকে একের পর এক চার ছয় মারেন আসালাঙ্কা। দলীয় রান পৌছে যায় দুইশোতে।শেষমেশ আসালাঙ্কার ২১ বলে ৪৪ রানের ঝড়ে ২০৭ রানের বড় টার্গেট দেয় শ্রীলঙ্কা,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *