বিশ্বকাপের তৃতীয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকার দুই মেরুতে অবস্থান করছে বাংলাদেশ এবং ভারত। টানা তিন ম্যাচ জিতে উড়ছে রোহিত শর্মার দল। অন্যদিকে প্রথম ম্যাচ জেতার পর দুই ম্যাচ জঘন্যভাবে হেরেছে টাইগাররা। আছে টেবিলের সাত নম্বরে। রানরেটের হিসেবটাও অনুকূলে নেই টাইগারদের জন্য। নিজেদের পরবর্তী ম্যাচে পুনেতে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবেন সাকিব আল হাসানরা। এই ম্যাচের হার বাংলাদেশকে আরও দূরে ঠেলে দিতে পারে।
তবে ভারতের বিপক্ষে ম্যাচ বলেই কিছুটা আশাবাদী বাংলাদেশ ভক্তরা। যদিও বেশিরভাগ মানুষের মতে এ ম্যাচে ভারতই ফেভারিট। দেশটির সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ আগেই জানিয়েছিলেন, ভারত বাংলাদেশকে হারিয়ে দিবে। ভারতীয় ক্রীড়া ধারাভাষ্যকার সন্জয় মঞ্জেরকারের মতে, সেরাটা খেললেও বাংলাদেশ ভারতকে হারাতে পারবেনা। আবার ভারতীয় গণমাধ্যমও টাইগারদের খোঁচা দিয়ে বিজ্ঞাপন প্রচার করেছে।
বাংলাদেশ ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতের বোলিং কোচ পরশ মামব্রে। তার কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের বিপক্ষে কি ভারত একটু বাড়তি সতর্কও থাকবে? উত্তরে পরশ বলেছেন, ‘সত্যি বলতে আপনি যখন বিশ্বকাপ খেলবেন, প্রতিটা দলই চ্যালেঞ্জ জানাবে। আমাদের দিক থেকে কোনো দলই কোনো দলকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। যেকোনো কিছু হতেই পারে। কিন্তু আমাদের দিক থেকে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ’
‘কারণ আমরা একমাত্র দল যারা নয়টা দল ও নয়টা আলাদা জায়গায় খেলবো। যেটা আমাদের আলাদা চ্যালেঞ্জ দেবে। আমরা এর জন্য প্রস্তত থাকতে চাই। প্রতিপক্ষ বাংলাদেশ বা নেদারল্যান্ড হতে পারে, আমরা তাদেরকে একই রকম গুরুত্ব দিচ্ছি। ’- যোগ করেন পরশ।
ভারতের বিপক্ষে সবশেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ দল। তাই বাংলাদেশের কাছে হারলে সেটি কি ‘আপসেট’ হবে? ভারতের বোলিং কোচের জবাব, ‘এটা একটা খেলা। যাই ফল আসুক, পরিকল্পনা অনুযায়ী সক্ষমতার সেরা প্রয়োগ যে করবে সেটা হবে। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। একটু আগে যেমন বলেছি প্রতিটা ম্যাচ ও প্রতিপক্ষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ’
আমরা নজর দিচ্ছি কী করতে পারি ও এই ম্যাচ থেকে কী অর্জন করা যায়। আমাদের পরিকল্পনা আছে, সেটা প্রয়োগ করতে পারলে জিতবো। এটা নিয়েই দলের মধ্যে কথা হচ্ছে। প্রতিপক্ষ নিয়ে কিছু না। ’-যোগ করেন পরশ।