প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে ইংলিশরা। নয় উইকেটের বিশাল পরাজয়ের কারণে পয়েন্ট টেবিলের সবার তলানিতেই আছে জস বাটলাররা। এবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
তবে এবার প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে খুব একটা চিন্তিত নন দলের অধিনায়ক জস বাটলার। বিশ্বকাপের মত বড় মঞ্চে এসেও বাংলাদেশকে বড় হুমকি মনে করছেন না তিনি। সাকিব আল হাসানদের হারিয়ে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
ইংল্যান্ড কি বিশ্বকাপের বাংলাদেশ নিয়ে চিন্তিত এমন প্রশ্নে আজ সোমবার ধর্মশালায় সংবাদ সম্মেলনে বাটলার বলছিলেন, ‘না, একদমই না। তাদের বিপক্ষে দারুণ কিছু ম্যাচ ছিল আমাদের। তারা অনেক ভালো দল। আমরা সব প্রতিপক্ষকেই সম্মান করি যাদের বিপক্ষে খেলি। বিশ্বকাপের ম্যাচে আপনি কঠিন প্রতিপক্ষ ও সূচিই প্রত্যাশা করবেন।’
গত ম্যাচের চেয়ে ভাল খেলার প্রত্যয় ফুটে উঠেছে বাটলারের কণ্ঠে, ‘দুই দলই কেবল একটি করে ম্যাচ খেলেছে। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি গত ম্যাচের চেয়ে ভালো খেলতে পারবো।
আগামীকাল ভালো পারফরম্যান্স করার প্রত্যাশায় আছি। কয়েকদিন ভালো প্রস্তুতি হয়েছে। সবাই মরিয়া হয়ে আছে ভালো পারফরম্যান্স করতে। দলের মধ্যে বেশ ক্ষুধাও আছে। মাঠে ফিরতে তারা রোমাঞ্চিত।
এর আগে বাংলাদেশকে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন। ধর্মশালার মাঠে বড় স্কোর করার স্বপ্নে বিভোর তিনি।