October 13, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

বাংলাদেশকে খাটো করে দেখছেন সৌরভ গাঙ্গুলি, সাকিবদের ছোট করে দেখতে উল্টোপাল্টা বকছে!

পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ যখন প্রশংসায় পঞ্চমুখ, ভারত তখন মুখ গোমড়া করে রাখছে। স্পষ্ট করে বললে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বাংলাদেশকে নিয়ে করছে বিতর্কিত মন্তব্য। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ যখন আলোচনার বিষয়বস্তু এমনকি সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় খবর টাইগারদের পাকিস্তান বধ, তখনও ভারতীয়দের মুখে প্রতিহিংসা আর তাচ্ছিল্যের সুর। এমনকি সৌরভ গাঙ্গুলির এমন ভাব যেন বাংলাদেশ কোনো দলই নয়। বাংলাদেশ স্রেফ পঞ্চম সাড়ির ক্রিকেট দল যারা সবে মাত্র জয় পাওয়া শুরু করেছে!!

অথচ এই দলটাই পাকিস্তানকে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে, নিউজিল্যান্ডকে নিজেদের মাটিতে ডেকে এনে টেস্ট হারিয়েও দিয়েছে এই বাংলাদেশ। এরপরও বাংলাদেশকে নূন্যতম সন্মান জানান নি সৌরভ। বরংচ এমন সুরে কথা বলেছেন তাতে স্পষ্ট হয়েছে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়া নব্য কোনো দল। অথচ টেস্ট চ্যাম্পিয়ন্সশিপে পয়েন্ট টেবিলের ৪র্থ দল বাংলাদেশ। পেছনে ফেলেছেন একাধিক মন্সটার টিম। তবুও গাঙ্গুলির মনে ধরেনি, গণমাধ্যমে গাঙ্গুলি হলফ করে বলেন, ‘‘পাকিস্তানের মাটিতে ওদের হারানো সহজ নয়। সিরিজ জেতায় বাংলাদেশকে শুভেচ্ছা। তবে ভারতে খেলা একেবারে আলাদা। নিজেদের মাঠে হোক বা বিদেশ, ভারত খুবই শক্তিশালী দল। আমি বাংলাদেশের কোনো আশা দেখছি না, ভারতই জিতবে এই সিরিজ। তবে বাংলাদেশের কাছ থেকে ভালো ও কঠিন ক্রিকেটই প্রত্যাশা করবে ভারত, কারণ ওরা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে আসছে ওরা।’’

কথা হলো সংবিধান মানি কিন্তু তালগাছ আমার, বাংলাদেশ ভালো করছে, ভালো ক্যাপাবিলিটি আছে কিন্তু ভারতের সাথে পারবে না। এক কথায় গোঁড়ামি স্বভাবের চিরন্তন প্রদর্শন করেছেন প্রিন্স অব ক্যালকাটা। কিন্তু দাদার কথার সাথে মিলছে না শুভমান গিলের বক্তব্য। গিল বলছেন, ‘‘গত দুই মাস, বিশেষ করে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ যেরকম খেলেছে-সেটা অসাধারণ ছিল। ওদের পেস বোলার আর মিডল অর্ডার দারুণভাবে চাপ সামলেছে। আমি মনে করি, বাংলাদেশ সিরিজ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ও রোমাঞ্চকর হবে।’’ গিল আর গাঙ্গুলির বক্তব্য এক পাতায় রাখলে দুটি ভিন্ন ফলাফল বের হয়ে আসবে।
কিন্তু এসবের বাইরেও ভারতীয় দল বাংলাদেশকে কতটা হাইলি রেটেড করছে তার নমুনা রেখেছে স্কোয়াড গঠনের ক্ষেত্রে। ভারতের ২ প্রসিদ্ধ ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল, ক্যাপ্টেন রোহিতের সাথে গিলের থাকাটাও স্পষ্ট হয় কতটা ম্যাচিউর পার্টনার নিয়ে বাংলাদেশকে ফেস করবে ইন্ডিয়া। জ্যায়সওয়ালের মতো ব্যাটার বাংলাদেশের জন্য রাখা হয়েছে, কোহলি রাহুল রিশভ পন্ত, ব্যাটিংয়ে কে নেই? এর থেকে ভালো ব্যাটিং সেটআপ ভারতের নেই, থাকলে তাদেরকেও স্কেয়াডের অন্তর্ভুক্ত করা হতো। বোলিংয়েও যে ছাড় দেয়া হয়েছে বিষয়টা তেমনও না।মোহাম্মদ সিরাজ, বুমরাহর মতো অভিজ্ঞ পেসারের সাথে ইয়াশ দয়াল, সাথে আক্স্যার প্যাটেল কুলদীপ ইয়াদাব, আকাশ দিপদের নিয়ে শক্তিশালী বোলিং লাইনআপ সাজিয়েছে। এরপরেও যদি বাংলাদেশ দলকে খাটো করে দেখা হয় তাহলে ভিন্ন আলোচনা ই বটে। এমনকি বাংলাদেশকে নিয়ে সৌরভ গাঙ্গুলির এ মতামতকে আলাদা করে মূল্যায়ন না করে বাংলাদেশ দল নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে এই টেস্টে ভালো করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *