১৯ তারিখ বরিশাল বনাম রংপুরের ম্যাচটিতে যেন টি২০ ক্রিকেটের সবটুকুই ছিল। প্রথমে ব্যাট করতে নেমে বরিশালের ঝড়ো শুরু, এরপর সাকিব আল হাসানের বলে তামিমের আউট। ১০ অভারে ১০০ থেকে বড় রানের দিকে বরিশাল, আবু হায়দার ৫ উইকেট নিয়ে ১৫২ রানেই আটকে দিলো দলকে। এরপর ব্যাটিংএ নেমে রংপুরের ঝড়ো শুরু, মনে হচ্ছিল সহজেই জিতে যাবে দলটি। সেখান থেকে মেহেদী মিরাজ, ম্যাককয়দের বোলিংএ রংপুরকে ম্যাচজয়ে অপেক্ষা করতে হয়েছে শেষ ওভার পর্যন্ত, শেষ উইকেট হাতে নিয়ে।
তবে এতসব রোমাঞ্চের পর আসলে কপাল পুড়েছে বরিশালের। এই ম্যাচের ফল পক্ষে এলেই কোয়ালিফাই করত বরিশাল। এমনকি শেষ ম্যাচে কোয়ালিফাইয়ার ১ খেলার জন্য লড়াই করত কুমিল্লার সাথে। সেই লড়াইটা এখন হয়ে গেছে বাচা মরার লড়াই। কুমিল্লার সাথে বরিশালের শেষ ম্যাচটা শেষ চার নিশ্চিত করার জন্য বেশ গুরুত্বপূর্ণ তাদের।
খুলনার বিপক্ষে জয় নিয়ে চট্টগ্রাম নিশ্চিত করেছে শেষ চার। আর তাতেই নতুন করে শেষ চার নিয়ে হয়েছে জটিলতা। কেননা রান রেটে পিছিয়ে থাকলেও খুলনার শেষ চার স্বপ্ন শেষ হয়নি। শেষ ম্যাচে সিলেটের বিপক্ষে খেলবে তারা। আসর থেকে ছিটকে যাওয়া সিলেটের বিপক্ষে বড় জয়ই চাইবে খুলনা। বিপরীতে পরের ম্যাচে বরিশালকে লড়তে হবে কুমিল্লার সাথে। শক্তিশালী এই প্রতিপক্ষের বিপক্ষে বড় ব্যাবধানে হারলে তাই আসর থেকে বাদ পড়ার সম্ভাবনা আছে বরিশালের। সব মিলিয়ে যেন দুশ্চিন্তামুক্ত হতে পারছেনা দক্ষিণবঙ্গের দলটি।
শেষ ম্যাচের আগে তাই দুশ্চিন্তায় বরিশালের ব্যাটিং পজিশন। ডেভিড মিলার আসলে একাদশ থেকে বাদ পড়তে পারেন ইংলিশ ব্যাটার ব্যান্টন। সেক্ষেত্রে প্রিয় ওপেনিং পজিশনে সুযোগ পাবেন সৌম্য সরকার। সৌম্য সরকার ওপেনিং ও পাওয়ারপ্লে ভালো খেলেন, ফলে আগামী ম্যাচে এই জায়গায় তার থেকে সেরাটা চায় সবাই। অপরদিকে পেস বোলিংএ কামরুল ইসলাম রাব্বির বদলে মেহেদী রানাকে সুযোগ দিতে পারে বরিশাল। বাহাতি বোলিংএ বৈচিত্র্য বিদ্যমান রানার। সেক্ষেত্রে ম্যাককয়, সাইফুদ্দিনদের সাথে রানা হতে পারেন বরিশালের অস্ত্র।
অপরদিকে মুস্তাফিজের জায়গায় শেষ ম্যাচে খেলেছেন ম্যাথু ফোর্ট। তার জন্য জায়গা হারিয়েছেন জনসন চার্লস। তাতে অবশ্য ক্ষতি হয়নি কুমিল্লার, লিটন, অঙ্কন, হৃদয়, নারিন, রাসেল, মইন আলীদের নিয়ে কুমিল্লার ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। মুশফিক হাসান, রাসেল, নারিন, ফোর্টদের নিয়ে বোলিংটাই বেশ পাকাপোক্ত। তাই এবারের টুর্নামেন্টে এই মুহুর্তে সবার সমীহ জাগানিয়া দল হয়ে উঠেছে এই কুমিল্লা।
এবার দেখা যাক, ২৩ তারিখ দুপুর ১.৩০ এর সেই লড়াইয়ে তাদেরকে হারিয়ে শেষ চারে উঠে কিনা বরিশাল। আর শীর্ষ ২ নিশ্চিত করা কুমিল্লার জন্য যে ম্যাচটি থাকবে গা গরমের লড়াই মাত্র।