শুখনো বল বোতলের পানিতে ভিজিয়ে তা হাতে নিয়ে বোলিং করছেন তানজিম সাকিব, বিপিএল এর বাকি এক দিন এর আগে শেষ সময়ের অনুশীলনে তানজিম সাকিবের ভিন্ন অনুশীলন। সাধারণত দেখা যায় বল কোনোভাবে ভিজে গেলে
তা তাওয়াল দিয়ে মুছে তবেই বল করা হয় যাতে বল ভালো গ্রীপ করা যায়। কিন্তু তানজিম সাকিব করলেন উল্টো টা।
অবশ্য এর পেছনে আছে দারুন এক যুক্তি।এখন বাংলাদেশে চলছে উইন্টার সিজন, সন্ধ্যার আগেই
মাঠে ডিউ ফ্যাক্ট বেড়ে যায়, এতে করে বল করার সময়ে শিশির বলে লেগে থাকে আর গ্রীপ তেমন একটা জমে না।আর বলও ঠিকঠাক লাইন লেন্থ বরাবরই পিচ করে না, এতে করে বোলারদের পরতে হয় বিষম সমস্যায়।আর এটি এড়াতে ক্রিকেটাররা বেছে নেন ওয়েট বোলিং মেথড। এতে
বোলাররা বলে আলাদা করে পানি দেন, বলকে শিশির ভেজার মতো করে ভিজিয়ে অনুশীলন করেন যাতে ম্যাচে যখন বোলিং করবে তখন যেন
আনইজি ফিল না হয়। বল ভেজা থাকার পরেও যেন ঠিকঠাক লাইন লেন্থ মেনে বল পিচ করানো যায়। এটা ভেবেই তানজিম সাকিব আজ বল ভিজিয়ে অনুশীলন করেছেন।
শুধু সাকিব নয় এই বল ভেজানোর কাজ করেছেন
সিলেট দলের আরেক পেসার রেজাউর রহমান রাজা।রাজাও বল পানিতে ভিজিয়ে বোলিং করেছেন,আগামী কাল সিলেটের খেলা, দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট মাঠে নামবে চট্টগ্রামের বিপক্ষে। আর দ্বিতীয় ইনিংসে যদি সিলেট কে বোলিং করতে হয় তাহলে শিশির ভেজা বল ই হাতে তুলে নিতে হবে সে ম্যাচকে পরিকল্পনা করেই হয়তো সিলেটের এই দুই পেসার বোলিং পানিতে বল ভিজিয়ে অনুশীলন করেছেন