গত ১২ই সেপ্টেম্বর এশিয়া কাপের দল ঘোষণা করার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে মাহমুদউল্লাহকে নিয়ে আলোচনা যেন থামছেই না।অভিজ্ঞ এই ক্রিকেটারকে এশিয়া কাপের স্কোয়াডে না রাখার কারণে বিসিবি কর্মকর্তারাও নানা ভাবে সমালোচিত হয়েছেন।পেস্টুন-প্লাকার্ড হাতে বিভিন্ন সময়ে মানববন্ধনও করতে দেখা গেছে রিয়াদের ভক্ত-সমর্থকদের।
তবে জাতীয় দলে জায়গা হারালেও আসন্ন বিপিএলের জন্য রিয়াদের গত বছরের দল ফরচুন বরিশাল তাকে আবারও ধরে রেখেছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে বরিশালের ফ্রাঞ্চাইজি বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়াদ ছাড়াও আরো দুই দেশি ক্রিকেটারকে রিটেইন করেছে বরিশাল। উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয় ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ গতবারের মতো ২০২৪ বিপিএলেও বরিশালের হয়ে মাঠ মাতাবেন।
ফরচুন বরিশালের গতবারের আইকন ক্রিকেটার সাকিব আল হাসান আসন্ন বিপিএলে খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।
গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলা তামিম ইকবালকে এবছর আগেই দলে ভিড়িয়েছে বরিশাল।
এছাড়া বরিশাল দলে যুক্ত হচ্ছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক এবং মোহাম্মদ আমির।আইরিশ অলরাউন্ডার পল স্ট্রিলিংকেও দলে যুক্ত করেছে ফ্রাঞ্চাইজিটি।
ফলে বেশ শক্তি-সামর্থ্য নিয়েই যে এবার বরিশাল মাঠে নামবে তা আর বলার অপেক্ষা রাখে না!