October 9, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আইপিএল ক্রিকেট

ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য নতুন নির্দেশ জারি করল BCCI! 

আইপিএলের ১৫তম মরশুমের আগে ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য নতুন নির্দেশ জারি করল বিসিসিআই। বোর্ড ১০টি দলকে ৮ মার্চ থেকে মুম্বইয়ে জড়ো হতে বলেছে। সমস্ত দল মোটামুটি একই সময়ে বায়ো-বাবলে প্রবেশ করবে। ভারতীয় খেলোয়াড়দের তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। একই সঙ্গে বিদেশি খেলোয়াড়দের পাঁচদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৪-১৫ মার্চ থেকে টুর্নামেন্টের জন্য সমস্ত দল প্রশিক্ষণ শুরু করবে।

সংবাদ সংস্থা এএনআই-এর একটি সূত্র জানিয়েছে, ‘দলগুলি ১৪-১৫ মার্চ থেকে অনুশীলন শুরু করবে। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা আইপিএলের জন্য ৮ মার্চ থেকে মুম্বই আসতে শুরু করবে। আইপিএল ২০২২ মরশুমের প্রথম ম্যাচটি ২৬ মার্চ থেকে শুরু হবে। একই সঙ্গে ২৯ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। মুম্বই ও পুনের চারটি স্টেডিয়ামে লিগ রাউন্ডের ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *