October 16, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

ফের বিসিবির সঙ্গে চুক্তি করলেন শ্রীধরন শ্রীরাম

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব পালন করেছিলেন শ্রীধরণ শ্রীরাম। কিন্তু সেই বিশ্বকাপে টাইগারদের আশানুরূপ পারফরম্যান্স না হওয়ার কারণে ভারতীয় এই কোচের সঙ্গে সফরটা লম্বা হয়নি তার।

আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও একবার সম্পর্কে জড়ালো শ্রীরামের সঙ্গে।

আসন্ন ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে ফের তাকে দায়িত্ব দিয়েছে বিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের জন্য আমরা তাকে নিচ্ছি। তিনি টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় শ্রীধরণকে। বিশ্বকাপের পর তৎকালীন কোচ রাসেল ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরিয়ে কোচের পদে বসানো হয় ভারতীয় এই কোচকে।

এরপর হাথুরুসিংহে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব ছেড়ে দেন শ্রীরাম।

ভারতের মাটিতে বিশ্বকাপের আগে এই ভারতীয়কে আরো একবার দলের দায়িত্বভার বুঝিয়ে দিয়েছে বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *