দেশের ফুটবলে বইছে সুসময়ের হাওয়া। হাভিয়ের কাবরেরার অধীনে বদলে যাওয়া এক বাংলাদেশ ফুটবল দলের দেখা মিলেছে। খেলছে ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে। পেয়েছে ভালো খেলার পুরস্কারও। গত অক্টোবরে প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে আবারও উন্নতি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
অক্টোবরে ১৮৯ থেকে এগিয়ে বাংলাদেশ আসে ১৮৩ নম্বরে। ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ে অবস্থানে নড়চড় না হলেও বেড়েছে বাংলাদেশের রেটিং পয়েন্ট। সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে শুক্রবার (১ ডিসেম্বর) দেখা যায়, বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯১২.০৬ থেকে বেড়ে ৯১৬.৭৫ হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ ম্যাচে নিজেদের চেয়ে এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে ড্র করে জামাল-মোরসালিনরা। এরই স্বীকৃতিস্বরূপ ৪.৬৯ পয়েন্ট বৃদ্ধি।
র্যাঙ্কিংয়ে যথারীতি সবার ওপরে আছে আর্জেন্টিনা। ৬.০৯ রেটিং পয়েন্ট কমলেও শীর্ষে আছে দলটি। তবে, বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচ হেরে অবনতি হয়েছে ব্রাজিলের। দুই ধাপ পিছিয়েছে দলটি। তিন থেকে নেমে গেছে পাঁচে। কমেছে পয়েন্টও। তিন নম্বরে এখন আছে ইংল্যান্ড।
শীর্ষে থাকা আর্জেন্টিনার মতো পরিবর্তন আসেনি দ্বিতীয় স্থানেও। ফ্রান্স আছে দুইয়ে। সেরা পাঁচের চতুর্থ অবস্থানটি বেলজিয়ামের।