চলমান এশিয়ান গেমসের অ্যাথলেটিকসের ১০০ মিটার হিটে ফাইনাল খেলা হলো না ইমরানুর রহমানের। ১০০ মিটারের হিটে তৃতীয় হয়ে সেমিফাইনালে জায়গা করা ইমরানুর ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেলেন।
শনিবার রাতে চীনের হ্যাংজুর অলিম্পিক স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত সেমিফাইনালে ১০.৪২ সেকেন্ড সময় নিয়ে বিদায় নেন বাংলাদেশের এই স্প্রিন্টার।
এই প্রতিযোগিতায় প্রথম হিটে ইন্দোনেশিয়ার মুহাম্মদ জহির লালু ১০.১২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। ১০.১৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন মালয়েশিয়ার মুহাম্মদ আজিম ফাহমি। আর তৃতীয় হন বাহরাইনের সাঈদ সাদ। সাদ সময় নেন ১০.১৯ সেকেন্ড।
সেমিফাইনালের দ্বিতীয় হিটে স্বাগতিক চীনের শিয়ে ঝেনি ১০.০৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। থাইল্যান্ডের পুরিপুল বোনসন ১০.০৬ সেকেন্ড সময় নিয়ে হন দ্বিতীয়। আর উত্তর কোরিয়ার কুমরইয়ং জো ১০.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।
এদিকে তৃতীয় এবং শেষ হিটে ইরানের তাফতিয়ান হাসান ১০.১৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। থাইল্যান্ডের সোরাওয়াত ১০.১৬ সেকেন্ড সময় নিয়ে হন দ্বিতীয় আর চীনের গুয়ানফেং চেন ১০.১৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।
তিন হিট থেকে সেরা ৯ জন বাংলাদেশ সময় রাত ৮টায় ফাইনালে লড়বেন।