পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারবেন না ওপেনার লিটন দাস। বৃহস্পতিবার পাল্লেকেলেতে যৌথ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ।এখনও শ্রীলঙ্কা পৌঁছতে না পারায় বাংলাদেশের প্রথম ম্যাচে খেলার কোন সুযোগ নেই লিটনের।
মঙ্গলবার বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘আজ লিটনের ফ্লাইটে উঠার কথা ছিল। দুর্ভাগ্যবশত হঠাৎ জ্বরে আক্রান্ত হবার পর এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।’
সুমন আরও বলেন, ‘আমরা তার আপডেটের অপেক্ষায় আছি। সুস্থ হলেই ফ্লাইটে উঠবেন তিনি। এটা নিশ্চিত প্রথম ম্যাচ খেলবে না সে।’
বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছে, আজ একটি পরীক্ষা করা হয়েছে লিটনের। এই পরীক্ষার ফলাফলের ওপর তার সার্বিক অবস্থা নির্ভর করবে।
যেহেতু প্রথম ম্যাচে লিটন থাকছেন না, এজন্য আন্তর্জাতিক অঙ্গনে অনভিজ্ঞ দুই ওপেনারকেই খেলাবে বাংলাদেশ। মাত্র চারটি ওয়ানডে খেলেছেন নাইম শেখ। এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি তানজিদ হাসান তামিমের।