আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন কুমার দাস। সুস্থ হলে তাঁর শ্রীলঙ্কার বিমান ধরার কথা ছিল। তবে জ্বরের তীব্রতা না বাড়লেও এখনো পুরোপুরি সেরে ওঠেননি জাতীয় দলের এই ব্যাটার। এর ফলে আজও তিনি শ্রীলঙ্কায় যেতে পারেননি। বিসিবি সূত্রে জানা গেছে, পুরোপুরি সুস্থ হলে তবেই লিটন শ্রীলঙ্কায় যাবেন। তবে আপাতত তাঁর বিকল্প হিসেবে কাউকে পাঠানোর চিন্তা করছে না বিসিবি।
৩০ আগস্ট বুধবার শুরু হবে ওয়ানডে সংস্করণের এবারের এশিয়া কাপ। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট, শ্রীলঙ্কার বিপক্ষে। লিটন যদি আগামীকালও শ্রীলঙ্কায় যান, তাহলে এক দিনের ব্যবধানেই মাঠে নামা কঠিন হবে। বিসিবির একটি সূত্র আজ প্রথম আলোকে বলেছে, ‘লিটনের প্রথম ম্যাচ খেলার সম্ভাবনা কম। সে যদি কাল যায়, তাহলে থাকে এক দিন। এ অবস্থায় তো খেলা কঠিন।’
এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামী ৩ সেপ্টেম্বর। পাকিস্তানের লাহোরে সেই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। লিটনকে সে ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি।
ওদিকে আজ দলের সঙ্গে যোগ দিতে দেশ ছেড়েছেন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া পেসার তানজিম হাসান সাকিব। ভিসা–জটিলতার কারণে তিনি দলের সঙ্গে গতকাল শ্রীলঙ্কায় যেতে পারেননি। আজ দুপুর ১২টায় ছিল তাঁর ফ্লাইট।