December 4, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

প্রথমবার অধিনায়কত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করলেন শান্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে ছিলেন সাকিব আল হাসান। যে কারণে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পান লিটন দাস। তবে টাইগার এই ওপেনার শেষ ওয়ানডেতে মানসিক চাপ কমাতে খেলছেন না। যে কারণে নতুন করে শেষ ম্যাচের জন্য অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।

 

রবিবার তৃতীয় ওয়ানডের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ঘোষণা করে বিসিবি। দেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে টাইগার এই ব্যাটারের। ম্যাচের আগের দিন আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে এসে অধিনায়কত্ব পাওয়া নিয়ে জানিয়েছেন নিজের ভালো লাগার কথা।

 

শান্ত বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ! ক্রিকেটার হিসেবে এটি আমার জন্য খুবই গর্বের বিষয়। সেই সঙ্গে আমার পরিবারের সদস্যদের জন্যও গর্বের ব্যাপার। ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত, কালকের দিনটি খুব উপভোগ করব।’

এছাড়া নিজের সদ্য জন্মানো সন্তানকে নিয়ে শান্ত বলেন, ‘আমার কাছে তাই মনে হচ্ছে। সবাই আমাকে বলেও, পরিবারের সদস্যরা। আমার নিজের কাছেও মনে হয় সে আমার জন্য খুব লাকি। সব মিলে উপভোগ করছি। বাবা হওয়ার সময় বা আগে থেকে লাস্ট এক বছর অনেক ভালো যাচ্ছে। চেষ্টা করব যতটা পারি ধরে রাখার।’

 

এদিকে শেষ ম্যাচে শঙ্কায় আছে তাসকিন আহমেদের খেলা নিয়ে। টাইগার এই পেসার ভুগছেন পেটের সমস্যায়। যে কারণে শেষ ম্যাচে নাও দেখা যেতে পারে তাসকিনকে।

 

তাসকিনের শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ওর পেট খারাপ হয়েছে। পরের ম্যাচে খেলবে কিনা এটা নিশ্চিত নয়। এটা খাদ্যের বিষক্রিয়ার ব্যাপার। আশা করি, আজই ঠিক হয়ে যাবে। চোট নয়, সুতরাং খেলার বিষয়টি নির্ভর করে দুর্বলতার ওপর। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবে।

সব ঠিক থাকলে আগামীকালই দল ঘোষণা করবে বিসিবি। বিশ্বকাপের দল ঘোষণা প্রসঙ্গে বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘অনিশ্চয়তা বললে ভুল হবে, ম্যাক্সিমাম প্লেয়ার হয়তো এ সম্পর্কে অবগত আছে।’

‘দুই একজন খেলোয়াড় এদিক ওদিক হতে পারে। অনেক খেলোয়াড়ই জানে কারা যাবে, তাদের রোল কি হবে। এটা প্লেয়ার হিসেবে আমাদের কাছে খুব একটা সমস্যা হয় না কারণ আমরা মোটামুটি জানি কারা যাবো, কারা খেলবো এবং কাদের কি রোল। তাই এটা নিয়ে খুব বেশি আসলে সমস্যা হয়নি।’ -যোগ করেন শান্ত।

এছাড়া বিশ্বকাপ স্বপ্ন নিয়ে শান্ত বললেন, ‘আমরা সবাই তো আগে যে স্বপ্ন দেখছিলাম, এখনো সেই স্বপ্নই দেখছি। আমরা ক্রিকেটাররা যারা আছি, আমরা চেয়েছিলাম ওয়ানডে সুপার লিগ যেন সেরা চারের মধ্যে শেষ করি। যেটা আমরা সেরা তিনে থেকে শেষ করেছি। তখন থেকেই আমরা কিন্তু স্বপ্ন দেখি যে, আমরা বিশ্বকাপে ভালো কিছু করব, যেটা কখনো করিনি। আমরা বিশ্বাস করি, আমাদের সেই সার্মথ্য আছে। এখনো আমাদের ওই একই স্বপ্নটাই আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *