আবারও আলোচনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এবার ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের শেষকৃত্যে হাজির হয়ে আরেক কান্ড করে হলেন সমালোচিত।
পেলেকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরাদেহ রাখা হয়েছে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে। সেখানে শ্রদ্ধা জানতে যান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। পেলেকে সবাই যেন এক নজর দেখতে পান সেই জন্য খুলে রাখা হয় কফিনের ঢাকনা। আর সেই খোলা ঢাকনার সামনে নিজের ফোন বের করে ছবি তোলেন ইনফান্তিনো। তার সেলফিতে থাকতে পারতেন পেলের বোনও। তবে সেলফি তোলার আগেই পাশে সরে গিয়েছিলেন তিনি। যদিও সেলফি তোলার পরই পেলের স্ত্রী মার্সিয়া ও ছেলে এদিনিওকে সমবেদনা জানাতে দেখা গেছে ফিফা সভাপতিকে। কিন্তু তারপরও সমালোচনা থেকে রেহাই পাননি ফিফা সভাপতি। পেলের খোলা কফিনের সামনে স্মিত মুখে ইনফান্তিনোর সেলফি অনেকে দেখছেন দৃষ্টিকটু হিসেবে।
সমবেদনা জানাতে এসে এমন সেলফি তোলায় ইনফান্তিনোকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে চারদিকে। সেলফি তোলার পর পেলের স্ত্রী মার্সিয়া ও ছেলে এদিনিওকে সমবেদনা জানান ইনফান্তিনো।
উল্লেখ্য যে, মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। সোমবার (২ জানুয়ারি) সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে হয় পেলের শেষকৃত্য। ব্রাজিলিয়ান কিংবদন্তির নিথর দেহ আনা হয় তাঁর প্রিয় ক্লাবে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে গত ২৯ ডিসেম্বর মারা যান পেলে।
আন্তর্জাতিক
পেলের শেষ শ্রদ্ধায় সেলফি, বিশ্বজুড়ে সমালোচিত ফিফা সভাপতি!
- January 3, 2023
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
শেয়ার করুন:
Related Post
আন্তর্জাতিক, ক্রিকেট, বাংলাদেশ
টানা সিরিজ হারের বৃত্ত থেকে কেন বেরোতে পারছেনা বাংলাদেশ
December 11, 2024
আন্তর্জাতিক, ক্রিকেট, বাংলাদেশ
রিয়াদ-সাকিবের ব্যাটে পথ দেখলো বাংলা, ২২৮ রানে থামল টাইগাররা
December 10, 2024
আন্তর্জাতিক, ক্রিকেট, বাংলাদেশ
দেশে ফিরেছে টাইগার যুবারা; তামিম জানিয়েছেন মজার অভিজ্ঞতা!
December 10, 2024
আন্তর্জাতিক, ক্রিকেট, বাংলাদেশ, বিশ্বকাপ ক্রিকেট
এবার কক্সবাজার ও ঢাকায় দেখা যাবে চ্যাম্পিয়নস ট্রফি!
December 9, 2024