দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ দল। এরপরও সেই সফরে পুরো শক্তির দল পাবে কিনা টাইগাররা তা নিয়ে আছে শঙ্কা। সাকিব আল হাসান যেতে চাইছেন না সিরিজে। তবে দক্ষিণ আফ্রিকা ঠিকই পুরো শক্তির দল ঘোষণা করে দিয়েছে। নিজেদের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য তারা দলে রেখেছে সব তারকাকে।
দক্ষিণ আফ্রিকার জন্য মূলত শঙ্কাটা তৈরি করেছিল আইপিএল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালেই শুরু হয়ে যাবে আইপিএল। তার ঠিক আগেই হবে ওয়ানডে সিরিজ। আইপিএলের কারণে শঙ্কা ছিল ওয়ানডে সিরিজ থেকেও মূল খেলোয়াড়দের না পাওয়ার একটা শঙ্কা ছিল দক্ষিণ আফ্রিকার। তবে সিরিজের প্রথম ধাপে দক্ষিণ আফ্রিকার শীর্ষ খেলোয়াড়রা বেছে নিলেন দেশকেই। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে তাই পুরো শক্তির দলই পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
পুরো শক্তির দল নয় অবশ্য। ফিটনেসের কারণে আনরিখ নরকিয়াকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তাকে ছাড়াই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা।