October 16, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

পিতৃহারা হলেন পেসার রুবেল হোসেন

বাবা হারালেন পেসার রুবেল হোসেন। জাতীয় দলের এই ফাস্ট বোলারের বাবা সিদ্দিকুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে আজ রবিবার এক পোস্টে রুবেল বিষয়টি নিজেই নিশ্চিত করেন।

 

রুবেল ফেসবুক পোস্টে লিখেন, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।

বছর খানেকের বেশি সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন রুবেলের বাবা। ফলে গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে দোয়া চেয়েছিলেন রুবেল।

একসময় জাতীয় দলের নিয়মিত মুখ থাকলেও বর্তমানে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন তিনি। ২০২১ সালে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে সবশেষ লাল-সবুজের জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি।

ডানহাতি এই পেসারের ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়। তিনি এখন পর্যন্ত ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২২ সালে টেস্ট থেকে অবসর নেওয়া এই পেসার সাদা পোশাকে পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৯ এবং টি-টোয়েন্টিতে তার শিকার ২৮টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *