ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর অনুষ্ঠিত হচ্ছে ভারতে। তবে এবারের বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানান তর্ক-বিতর্ক শোনা যাচ্ছিল। ইতিমধ্যে বিশ্বকাপের বেশ কিছু ম্যাচও অনুষ্ঠিত হয়ে গেলেও এখনো বিতর্ক যেন বিশ্বকাপের পিছু ছাড়ছে না।
বিশ্বকাপ শুরুর আগে কয়েক দফায় সূচিতে বদল আনে ভারতীয় ক্রিকেট বোর্ড। যা নিয়ে শুরু হয় সমালোচনা। এরপর উদ্বোধনী অনুষ্ঠান না হওয়া, ভারত ব্যতীত অন্যান্য দেশের খেলায় দর্শকশূন্য গ্যালারি, বাজে আউটফিল্ড, ভেন্যু উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বিশ্বকাপে। এবার নতুন করে আরো এক বিতর্ক যুক্ত হলো। ভারত-পাকিস্তান ম্যাচের ভূয়া টিকেট বিক্রি হচ্ছে। যদিও এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তাপের পারদ চড়তে শুরু করে দিয়েছে। এক লাখ ৩০ হাজার স্টেডিয়াম শনিবার পুরোটাই ভরে যাবে বলে মত আয়োজকদের। সুযোগ বুঝে কালোবাজারিও চলছে। ভুয়ো টিকিট বিক্রি করার দায়ে গুজরাট পুলিশ বুধবার রাতে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে। তল্লাশি আরও বাড়ানো হয়েছে।
চার অপরাধীর নাম জয়মিন প্রজাপতি, ধ্রুমিল ঠাকোর, রাজবীর ঠাকোর এবং কুশ মিনা। প্রথম তিন জনের বয়স ১৮ বছর। কুশ ২১ বছরের। আমদাবাদ এবং গান্ধীনগরের বাসিন্দা তারা। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অপরাধীরা প্রথমে ভারত-পাকিস্তান ম্যাচের একটি টিকিট কেনে। তার পর সেই টিকিট একটি বিশেষ সফ্টঅয়্যারের মাধ্যমে স্ক্যান করে আরও ২০০টি টিকিট ছাপায়। চার অপরাধীর এক জনের প্রিন্টের দোকান রয়েছে। সেখানেই এই কাণ্ডটি চলে।
আগামী ১৪ই অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপে ভারত ও পাকিস্তান পরস্পরের মোকাবেলা করবে।