ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দর্শকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। সাম্প্রতিক সময়ে দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় বৈশ্বিক আসরগুলোয় শুধু দুই দলের দেখা মিলে। বিশ্বকাপে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বেলা আড়াই টায় উত্তেজনাপূর্ণ ম্যাচে মাঠে নামবে ভারত ও পাকিস্তান। দুই দলের দ্বৈরথ দেখতে ম্যাচের সকল টিকেট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।
ওয়ানডেতে দুই দলের পরিসংখ্যানে কে এগিয়ে?
ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের পাল্লায় এগিয়ে পাকিস্তান। পাকিস্তানের জয় ৭৩টিতে, বিপরীতে ভারতের জয় ৫৬। আর কোনো ফল আসেনি ৫ ম্যাচে।
ওয়ানডেতে জয়ের পাল্লা পাকিস্তানের পক্ষে ভারী থাকলেও বিশ্বকাপে ঢের এগিয়ে ভারত। ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের সঙ্গে সাতবারের দেখায় জয়হীন দ্য গ্রিন ম্যানরা। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা ধরে রেখেছে ভারতীয়রা। বৈশ্বিক এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জয়ের জন্য ১৯৯২ বিশ্বকাপ থেকে অপেক্ষা করতে হচ্ছে বাবর আজমদের।
কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। সবশেষ ৫ দেখায় ভারতের জয় চারটি এবং পাকিস্তান জিতেছে মাত্র একটিতে।