এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারার পর জয়ের মুখ দেখেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে পাকিস্তান দুই ম্যাচ জয়ের পর ভারতের বিপক্ষে হেরেছে। এমন অবস্থায় আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া।
ওয়ানডে ও বিশ্বকাপের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের পাল্লা ভারী। সর্বশেষ দুই বিশ্বকাপ ২০১৫ ও ২০১৯ সালে পাকিস্তানকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৫ সালে অ্যাডিলেডে ৬ উইকেটে এবং ২০১৯ সালে টনটনে ৪১ রানে জিতেছিল অজিরা। আজ অজিদের সামনে হ্যাট্টিক জয়ের সুযোগ।
বিশ্বকাপের মঞ্চে সবমিলিয়ে ১০ বারের দেখায় অস্ট্রেলিয়ার জয় ছয়টিতে এবং পাকিস্তানের জয় চারটিতে।
পাকিস্তান-অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৭ম্যাচে মুখোমুখি হয়েছে। জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার দিকেই। ৬৯ ম্যাচে জয় আছে অজিদের। পাকিস্তানের জয় ৩৪টিতে। একটি ম্যাচ টাই ও তিনটি পরিত্যক্ত হয়।