ইতিহাস গড়া জয়। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে টাইগ্রেসরা। এই জয়কে অভিজ্ঞতার সফল বলছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
মিরপুরে আজ (সোমবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুল বলেন, ‘খুবই ভালো লাগছে। মেয়েরা সবসময়ই ভালো খেলছে। মেয়েরা কিন্তু প্রথম এশিয়া কাপ জিতেছিল ভারতকে হারিয়ে। এবার বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে পাকিস্তানের সাথে। আমরাও ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিলাম। ওরা আরও ভালো কিছুর যোগ্য। যেহেতু মেয়েরা টেস্ট স্ট্যাটাস পেয়েছে, তাদের ঘরোয়া ক্রিকেট আরও ভালো করতে পারলে আরও ভালো ক্রিকেটার বের হয়ে আসবে।’
যোগ করেন আশরাফুল, ‘বিশ্বকাপের প্রথম জয় সৌভাগ্যের বিষয়। তাও পাকিস্তানের মতো দলকে হারিয়ে। যারা ম্যানেজমেন্টে আছেন এবং খেলেছেন সবাইকে অভিনন্দন। আশা করব এই জয়ের পর মেয়েদের ক্রিকেটের কাঠামো আরও ভালো হবে। তারা যেন নিয়মিত খেলতে পারে। যেহেতু টেস্ট স্ট্যাটাস পেয়েছে, তারা কবে টেস্ট খেলবে সেটার পরিকল্পনা করা উচিৎ। ঘরোয়া ক্রিকেটেও চারদিনের ম্যাচ খেলে যেন টেস্টের জন্য তৈরি থাকে বোর্ডের সেই চিন্তা করা উচিৎ।’
পাকিস্তানের বিপক্ষে নারীরা এর আগে ১১টি ওয়ানডে খেলে। যেখানে ৬ ম্যাচ হারলেও জয় ছিল ৫ ম্যাচে। আজ ১২তম মুখোমুখি দেখায় পরিসংখ্যান সমান করলো নিগার সুলতানার দল। বাংলাদেশের এই দলটিতে সালমা খাতুন, জাহানারা আলম, রোমানা আহমেদদের মতো অভিজ্ঞরা আছেন, যারা এর আগে দলকে নেতৃত্ব দিয়েছেন। অভিজ্ঞতা বোঝাতে সে প্রসঙ্গ টানলেন আশরাফুল।
আশরাফুল বলছিলেন, ‘আমি মনে করি প্রত্যেক ম্যাচই তারা ভালো করেছে। আশা করব বাকি ম্যাচগুলোতেও তারা ভালো খেলবে। ফলাফল তো পরের বিষয়। যেভাবে খেলছে, এভাবেই যেন খেলে। আজ যেমন সুযোগ এসেছে, আমরা অতীতেও পাকিস্তানকে হারিয়েছি। এ কারণে নারী দলের অভিজ্ঞতা আছে। এই দলে পাঁচজন অধিনায়ক আছে। অভিজ্ঞতা যে প্রভাব রাখে সেটা আজকে দেখা গেছে।’