পাকিস্তানে জাতীয় মহিলা ক্রিকেট দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৪ নভেম্বর ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৭ ও ১০ নভেম্বর।
টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও একদিনের ম্যাচগুলো হবে মিরপুরে।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াড :
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোভানা মস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা খাতুন, সুলতানা খাতুন।
স্ট্যান্ড বাই : সালমা খাতুন, শরিফা খাতুন, শারমিন সুপ্তা।
টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল টাইগ্রেসরা।