October 15, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশ

পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজে শেখ হাসিনা

পদ্মা সেতু, বাংলাদেশের প্রেক্ষাপটে সফল একটি মেগাপ্রকল্প । যার সুনাম বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের দরবারে। এবার সেই পদ্মা, তিন সিরিজেই স্পনসর হিসাবে থাকছে কেরিবীয় দীপপুন্জে ।

স্বপ্নের পদ্মা সেতু যেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সম্পর্কেও স্থাপন করতে যাচ্ছে মৈত্রীর এক সেতু।  বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্টের সিরিজের নামকরণ হচ্ছে ‘পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ’। সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এখনো কোনো টাইটেল স্পনসর না পেলেও বাংলাদেশের প্রতিষ্ঠান ওয়ালটন টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে—তিন সিরিজেই থাকছে সহযোগী স্পনসর হিসেবে।

 

সূত্র জানিয়েছে, অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায় অনুষ্ঠেয় দুই টেস্ট সিরিজের নাম ‘পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ’ করার আনুষ্ঠানিক সিদ্ধান্তটি আজই হয়েছে। টেস্ট চলাকালে মাঠের পেরিমিটার বোর্ডে থাকবে পদ্মা সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *