সম্প্রতি কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। বাংলাদেশের অধিনায়ক ইস্যু নিয়ে বিসিবির যে সম্ভাব্য তালিকা,সেখানে নাম আছে লিটন দাসের।
বৃহস্পতিবার বাংলাদেশের অধিনায়কত্ব,বিশ্বকাপে নিজের লক্ষ্য ও বেশ কিছু বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি।
অধিনায়কত্ব নিয়ে তিনি বেশি কিছু বলতে চান নি। সে বিষয়টা নির্ভর করছে সম্পূর্ণ বোর্ডের উপর। আর নিজের লক্ষ্য নিয়ে দেশের জন্য শতভাগ উজাড় করে দেওয়ার কথা জানিয়েছেন।তৈরি করেছেন নিজের পছন্দের বিশ্বসেরা একাদশ।
তবে তার বিশ্বসেরা একাদশে নিজেকে সহ মাত্র একজন বাংলাদেশিকে রেখেছেন তিনি।যিনি সাকিব আল হাসান।তাছাড়া তার একাদশে সুযোগ মেলেনি বাংলাদেশের অন্য কোনো খেলোয়াড়ের।এছাড়া শ্রীলংকার তিন,ভারত,পাকিস্তান ও অস্ট্রেলিয়ার দুইজনের করে খেলোয়াড়ের জায়গা হয়েছে তার স্কোয়াডে।
লিটন দাসের বর্ষসেরা একাদশ :
বীরেন্দ্র শেবাগ,সানাথ জয়সুরিয়া,শচীন টেন্ডুলকার,রিকি পন্টিং,লিটন দাস,সাকিব আল হাসান,শেন ওয়ার্ন,মুতিয়া মুরালিধরন,শোয়েব আখতার,ওয়াশিম আকরাম ও চামিন্দা ভাস।
ক্রিকেট
বাংলাদেশ
নিজেকে সহ মাত্র একজন বাংলাদেশিকে নিজের বর্ষসেরা একাদশে রাখলেন লিটন
- August 10, 2023
- 0 Comments
- Less than a minute
- 1 year ago