October 13, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করলো বিসিবির

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নামছে বাংলাদেশ। পুরো সিরিজ হবে মিরপুর স্টেডিয়ামে। সোমবার সেই সিরিজের টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।

সিরিজে সর্বোচ্চ ১৫০০ টাকা দামের টিকিটে গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। ভিআইপি স্ট্যান্ডে খেলা দেখতে খরচ করতে হবে ১০০০ টাকা। ক্লাব হাউসের টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে ৩০০ টাকায়। সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে পারবে দর্শক।

ম্যাচের টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথেও। ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট কেনা যাবে।এছাড়া অনলাইনেও টিকিট কেনার ব্যবস্থা রেখেছে বিসিবি।

 

একই সঙ্গে সিরিজের টাইটেল স্পন্সরের নামও জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ডাচ বাংলা ব্যাংক। সহযোগী পৃষ্ঠপোষকতায় থাকছে তাদেরই দুটি উইং। অনলাইন ব্যাংকিং সেবা রকেট ও নেক্সাস পে।

 

সিরিজটি খেলতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড। সকালে মিরপুরের একাডেমি মাঠে সেরেছে অনুশীলন। এশিয়া কাপ শেষ করে ফেরা বাংলাদেশ অনুশীলন করবে মঙ্গলবার থেকে।

 

সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল দিয়েছে বিসিবি। ঘরের মাঠের সিরিজে বিশ্রামে থাকবেন অধিনায়ক সাকিব আল হাসানসহ কয়েকজন নিয়মিত ক্রিকেটার। সাকিবের অনুপস্থিতিতে ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেবেন লিটন দাস।

 

২১ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি গড়াবে।

1 Comment

  • hafiz September 18, 2023

    wow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *