নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলে নেই ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।টানা ব্যাটিং ব্যর্থতায় শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন তিনি। ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়ে দলে ফেরা সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক ম্যাচ খেলেই অস্বস্তির কারণে আবারো ছুটি চেয়েছেন। তাই কিউইদের বিপক্ষে এই ম্যাচে টাইগারদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফেরানো হয়েছে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজের মতো ক্রিকেটারদের।
মঙ্গলবার অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২ টায়। প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যাওয়ার পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৮৬ রানে হেরে গেছে বাংলাদেশ দল। ফলে এখন সিরিজ হারের শঙ্কায় রয়েছে টাইগাররা।
শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ দল :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেইন।