October 15, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক শান্ত

বিশ্বকাপের সময় হাতে চোট পান সাকিব আল হাসান। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে থাকবেননা তিনি। এমনকি সহ অধিনায়ক লিটন কুমার দাসও ছুটি নিয়েছেন।সে হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ফরম্যাটের সিরিজে নতুন কাউকেই দায়িত্ব দেওয়ার প্রয়োজন ছিল। যেখানে দৌড়ে এগিয়ে ছিলেন সাদা পোশাকের সহ-অধিনায়ক লিটন দাস। কিন্তু তিনিও ছুটিতে যাওয়ায় আসন্ন টেস্ট সিরিজে টাইগারদের নেতৃত্বভার উঠেছে নাজমুল হোসেন শান্ত’র কাঁধে।

 

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিবের অনুপস্থিতিতে টেস্টের নতুন অধিনায়ক নিয়ে জালাল ইউনুস বলেন, ‘লিটন দুই মাসের ছুটি চেয়েছিল, আমরা এক মাসের অনুমতি দিয়েছি। সাকিব চোটের কারণে নেই, এই অবস্থায় আসন্ন সিরিজের দুটি টেস্টে শান্ত অধিনায়ক থাকবে

 

এর আগে বিশ্বকাপ চলাকালে শান্ত অধিনায়কত্ব নিয়ে জানিয়েছিলেন, ‘বেশ কিছুদিন ধরেই তো করছি (অধিনায়কত্ব)। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমি প্রস্তুত। যদি সুযোগ আসে তাহলে এটা ভালোভাবে করার জন্যই প্রস্তুত। আমার অধিনায়কত্বে দুই ম্যাচেই জিততে পারিনি। কিন্তু অনেক কিছু শেখার ছিল, দুটি বড় দলের বিপক্ষেই চাপ ছিল। আমার মনে হয় অনেক কিছু শিখতে পেরেছি এবং এটা ভবিষ্যতে কাজে দেবে।’

 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকার মিরপুর হোম অব ক্রিকেটে, যা শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। এরপর কিউইদের মাটিতে ওয়ানডে খেলতে যাবে টাইগাররা। ওই সিরিজে বাংলাদেশের নেতৃত্বে কে থাকবেন– সেটি এখনও নির্ধারিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *