বিশাল লক্ষ্যমাত্রা তাড়ায় শুরুতে আব্দুল্লাহ শফিকের উইকেট হারালেও এরপর ফখর জামান ও বাবর আজমের অবিচ্ছিন্ন ১৯৪ রানের জুটিতে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান। দুইবার বৃষ্টির বাগড়ার ম্যাচে এদিন ফখর জামানের ছক্কা বৃষ্টিও দেখলো বেঙ্গালুরু। ১১ ছক্কা ও ৮ চারে ৮১ বলে ১২৬ রানে অপরাজিত থাকেন ফখর। ৬৩ বলে ৬৬ করেন বাবর। সবমিলিয়ে ২৫.৩ ওভারে পাকিস্তানের রান যখন ২০০/১, তখন দ্বিতীয় দফায় বৃষ্টি নামলে ডিএলএস পদ্ধতিতে ২১ রানের জয় পায় পাকিস্তান। এর আগে প্রথম দফায় বৃষ্টি নামলে পাকিস্তানের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪১ ওভারে ৩৪২ রান। প্রথমে ব্যাট করে ৪০২ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় নিউজিল্যান্ড।
এদিন টসে হেরে ব্যাট করতে নেমে ৬৮ রানের ওপেনিং জুটি গড়েন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। ব্যক্তিগত ৩৫ রানে কনওয়েকে ফেরান হাসান আলী। তবে দ্বিতীয় উইকেট জুটিতে আরও ১৮০ রান যোগ করেন রবীন্দ্র ও ইনজুরি থেকে ফেরা উইলিয়ামসন। মাত্র ৫ রানের জন্য শতরান মিস করেন উইলিয়ামসন। ৭৯ বলে ৯৫ রান আসে তার ব্যাট থেকে। তবে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা রবীন্দ্র এদিনও নিজের শতরান পূর্ণ করেন। ১৫ চার ও এক ছক্কায় ১০৮ রান করা রবীন্দ্রকে ফেরান ওয়াসীম জুনিয়র। কিউইদের পরবর্তী ব্যাটাররাও সবাই খেলেছেন ঝড়ো ইনিংস। ডেইরি মিচেল ২৯(১৮), চাপম্যান ৩৯(২৭), ফিলিপস ৪১(২৫) রানের কার্যকরী ইনিংস গুলোর কারণ শেষ পর্যন্ত ৪০০ পেরোয় নিউজিল্যান্ডের ইনিংস। ৫০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৪০১/৬।
পাকিস্তানের পক্ষে ওয়াসিম জুনিয়র সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন
এই ম্যাচ জয়ে সেমিফাইনালের স্বপ্ন এখনো টিকিয়ে রাখলো পাকিস্তান। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে অবস্থান করছে ম্যান ইন গ্রিনরা।