মঙ্গলবার ফিফা নারী বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী সুইডেন কে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠলো স্পেন নারী ফুটবল দল।
অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় স্পেন ও সুইডেন।ম্যাচ শুরুর সাথে সাথেই আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলতে থাকে দুইদলের লড়াই।তবে খেলার ৮০ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি দুদলের কেউই।এরপর থেকে শুরু হয় ম্যাচের নাটক।ম্যাচের ৮১তম মিনিটে স্পেনের বিশ্বকাপ দলের সবচেয়ে কম বয়সী ফুটবলার স্যালমা পারাওয়েলের গোলে এগিয়ে যায় স্পেন।৭ মিনিট পর ম্যাচের ৮৮তম মিনিটে সুইডেনকে সমতায় ফেরান রেবেকা ব্লমকভিস্ট।তবে এর ঠিক ২ মিনিটের মাথায় ম্যাচের শেষ মিনিটে স্পেনকে আবারো এগিয়ে দেন অধিনায়ক ওলগা কারমোনা।তার দুর্দান্ত এক হেড খুঁজে নেয় সুইডেনের জাল।পরবর্তীতে রেফারি যোগ করা সময় ৭ মিনিট দিলেও সুইডেন আর সমতায় ফিরতে পারেনি।২-১ গোলের জয় নিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে উঠলো স্পেন।
এ নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলো সুইডেন।এবারের শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়ন ইউএসএ এবং কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে সেমিফাইনালে ওঠে সুইডেন।
অন্যদিকে বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবার সেমিফাইনাল খেলে স্পেন।