গতকালই নতুন নির্বাচকদের নাম ঘোষণা হয়েছে,আর আজ ঘোষণা হলো নতুন স্কোয়াড। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ফরম্যাটের স্কোয়াডের টি-টোয়েন্টিতে আছে বেশ চমক।পারফর্মাররাই পেয়েছেন সুযোগ। বিশেষ করে বিপিএলে খারাপ সময় কাটানো রনি তালুকদার বাদ পরেছে স্কোয়াড থেকে,আবার সৌম্যের পাশাপাশি ভাল করে দলে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ এনামুল হক বিজয়।অর্থাৎ টি-টোয়েন্টি দলে ওপেনার হিসেবে এনামুল হক বিজয়,সৌম্য সরকারের সাথে আছেন লিটন কুমার দাস ও নাইম শেখ। দলের মিডল ওয়ার্ডারে যুক্ত হয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ,বিপিএলে দুটি অর্ধশতক হাকিয়ে এই স্কোয়াডে জায়গা করেছেন রিয়াদ।
অন্যদিকে দলে আছে ক্যাপ্টেন শান্ত,তাওহীদ হৃদয়। লো ওয়ার্ডার থেকে বাদ পরেছেন শামীম হোসেন পাটওয়ারী! তবে দলে আছেন বিপিএলে দারুন করা শেখ মাহাদি। এছাড়া স্পীন বিভাগে চমক,আলিস আল ইসলাম।এই মিস্টি বোলারকে সুযোগ দেওয়ার পাশাপাশি রাখা হয়েছে লেগ স্পীনার রিশাদ,স্পীনার তাইজুলকেও।তবে এই স্কোয়াডে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের,আর ছুটিতে সাকিবও।
পেসারদের মধ্যে নতুন কেও জায়গা পাননি,তানজিম সাকিবের সাথে,শরিফুল, মুস্তাফিজ, তাসকিনই আছেন স্কোয়াডে। এই ১৫ জনের সাথে ওডিয়াইতেও স্কোয়াডে বেশ মিল রয়েছে। সেখানেও ওপেনার, বিজয়-সৌম্যের সাথে আছেন তানজিদ ও লিটন কুমার দাস।
অধিনায়ক শান্ত ছাড়াও,অভিজ্ঞ মুশফিক মাহমুদউল্লাহ আছেন ওডিয়াই স্কোয়াডে। হৃদয়ের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, তাইজুল রিশাদরা খেলবেন একদিনের ম্যাচ।তাছাড়া তাসকিন শরিফুল,মুস্তাফিজ-তানজিম,এই চারজন পেসারকেই রাখা হয়েছে ওডিয়াই স্কোয়াডে।
আগামি ৪,৬,ও ৯ মার্চ সিলেটে হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, আর ওয়ানডের ৩ ম্যাচ হবে চট্টগ্রামে, ১৩,১৫ ও ১৮ মার্চ।