বাচ্চা কোলে রাজশাহীতে নাসির হোসেন।
ভক্তদের ইচ্ছে পূরণ করলেন ক্রিকেটার নাসির হোসেন। রাজশাহীতে নাসির খেলবে, এই খবরে ভিড় জমান ভক্তরা। নাসিরকে এক নজর দেখা, ছবি তোলার লোভ সামলাতে পারছিলেন না দর্শকরা।
সবার সাথেই ছবি তুলেছেন নাসির। ছোট এক বাচ্চাকে কোলে তুলে নিলেন, পূরণ করলেন এক নারী ভক্তের ইচ্ছে।
রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে দেখা মিললো এক নতুন নাসিরকে।