October 16, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
ক্রিকেট বাংলাদেশ

ধর্মশালায় পৌঁছালো টাইগাররা : দলের সাথে যাননি সাকিব

আসামের গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশ দলের বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় আর ইংলিশদের বিপক্ষে পরাজয়ের মিশ্র অনুভূতি নিয়ে মূলপর্বের প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায় পৌঁছেছেন টাইগাররা।

 

 

 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে লড়বে টিম টাইগার্স। এ ছাড়া আগামী ১০ অক্টোবর একই মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।

 

দলের সঙ্গে কোচিং স্টাফ এবং অন্যসব খেলোয়াড়রা থাকলেও দেখা যায়নি অধিনায়ক সাকিব আল হাসানকে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে কি না, সেটি নিয়ে আছে ধোঁয়াশা। তবে বিশ্ব আসরের আগে ‘ক্যাপ্টেন্স মিট’ নামে একটি আয়োজন আছে ভারতের আহমেদাবাদে। সেই অনুষ্ঠানে অংশ নিতেই দলের সঙ্গে ধর্মশালায় যেতে পারেননি সাকিব।

 

জানা গেছে, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাকিব ইতোমধ্যে ছুটে গেছেন আহমেদাবাদে।

 

আহমেদাবাদের ওই অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর সব অধিনায়করা। আর এই অনুষ্ঠান শেষে আগামীকালই ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন টাইগার কাপ্তান।

 

ধর্মশালায় দুই ম্যাচ খেলার পর দক্ষিণ ভারতের চেন্নাইতে যাবে বাংলাদেশ। ১৩ অক্টোবর সেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *