শান্তিপ্রিয় দেশে অশান্তি নেমে এসেছে সকলেই এখন জানে শ্রীলংকার জনজীবনের কি অবস্থা। সবাই এখন অচেনা শ্রীলঙ্কাকে চিনছে। নানামুখী অস্থিতিশীলতায় উত্তাল শ্রীলঙ্কা। দ্বীপদেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখন আকাশচুম্বী। এ নিয়ে শ্রীলঙ্কানরা ক্ষোভে ফুঁসছেন। জনরোষের মুখে সরকারের শীর্ষ মহল পড়েছে বেকায়দায়। সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রীও শপথ নিয়েছেন। তবে এখনও স্বাভাবিক হয়নি দেশের পরিস্থিতি।
লঙ্কা থেকে লঙ্কাপুরীতে রূপ নেওয়া শ্রীলঙ্কা কবে স্বাভাবিক হবে তা জানা নেই কারও। এমন পরিস্থিতিতে দেশবাসীকে একটু আনন্দ আর স্বস্তি এনে দিতে চান শ্রীলঙ্কান ক্রিকেটাররা। শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে জানিয়েছেন, দেশের দুঃসময় নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন তারা।
তবে দেশকে সাফল্য এনে দিতে চেষ্টার কমতি থাকবে না আসন্ন বাংলাদেশ সিরিজে, জানিয়েছেন করুনারত্নে।
তিনি বলেন, ‘সেখানে কী হচ্ছে সবাই জানে। তবে আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি এবং এটাতেই মনোযোগ রাখছি। আমরা মানুষকে একটা ভালো ফলাফল এনে দিতে পারি। এ মুহূর্তে এটাই আমাদের লক্ষ্য।’
যতই অস্থিতিশীলতা থাকুক, যতই দুর্ভাবনা থাকুক- শ্রীলঙ্কা ক্রিকেট দল মাঠে নামা নামে সবাই সব কিছু ভুলে টিভির সামনে বসে থাকা- তা ভালো করেই জানেন করুনারত্নে। তিনি বলেন, ‘ক্রিকেটই শ্রীলঙ্কায় এক নম্বর খেলা। সবাই আমাদের জিততে দেখার জন্য মুখিয়ে থাকে। দেশে যত সমস্যাই হোক না কেন, শ্রীলঙ্কার খেলা চলাকালে সবাই টিভি অন করে থাকে। আমি মনে করি দেশের অবস্থাটা সবাই বুঝতে পারছি এবং একটি সিরিজ জয় দেশের মানুষকে আনন্দ এনে দিতে পারে।’