November 11, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট

দুর্ঘটনায় মারা গেছে এন্ড্রু সাইমন্ডস।

অস্ট্রেলিয়ার ক্রিকেটের উপর দিয়ে যেন বয়ে চলেছে ঝড়। সাবেক ক্রিকেটার রোডমার্চ আর সের্ন ওয়ার্ন এরপর চলে গেলেন কিংবদন্তি ক্রিকেটার এন্ড্রু সাইমন্ডস। গাড়ি দুর্ঘটনায় মারা গেছে ৪৬ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।
কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, নিজ বাসস্থান টাউনসভিলে থেকে 50 কিলোমিটার দূরে হার্ভি রেঞ্জের কাছে সড়ক দুর্ঘটনায় মারা যায় এই ক্রিকেটার। ইংল্যান্ডের বার্মিংহামে জন্মগ্রহণ করলেও খেলেছেন অস্ট্রেলিয়ার জার্সিতে।

১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত খেলেছেন ১২৬ টি টেস্ট ১৯৮ ওডিআই এবং ১৪ টি টি-টোয়েন্টি। যেটা চান ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ ।

স্পোর্টস টাউমস এর পক্ষ থেকে জানায় গভীর শোক ও শ্রদ্ধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *