ম্যাচের শেষ ৩০ মিনিট দশ জনের দল নিয়ে খেললেও প্রতিপক্ষকে বাড়তি সুবিধা আদায় করতে দেয়নি বাংলাদেশ। বরং বুক চিতিয়ে লড়াই করে ২-১ ব্যবধানে মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ কোয়ালিফাইয়ারের রাউন্ড-২ তে উত্তীর্ণ হলো জামাল ভূঁইয়ারা।
বসুন্ধরা কিংস এ্যারেনায় বিশ্বকাপ কোয়ালিফাইয়ারের দ্বিতীয় লেগে খেলা শুরুর প্রথম মিনিট পাঁচেক দাপট দেখায় মালদ্বীপ। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে বাংলাদেশ। তারই সুফল মেলে ম্যাচের ১১ মিনিটে। বাঁ প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের দুর্দান্ত ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন রাকিব। এরপর পুরো মাঠের আধিপত্য ধরে রেখে খেলতে থাকে বাংলাদেশ। এরমধ্যে গোলের বেশকিছু সহজ সুযোগও হাতছাড়া করে ফাহিম,রাকিবরা। যদিও প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরে মালদ্বীপ। ৩৫ মিনিটে কর্ণার থেকে হেডে গোল করে মালদ্বীপকে সমতায় ফেরান আইসাম। ১-১ সমতায় থেকেই বিরতিতে যায় দুদল।
বিরতি থেকে ফিরে আবারো ম্যাচের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধ শুরুর দ্বিতীয় মিনিটে ফাহিম গোল করলে ২-১ এ এগিয়ে যায় বাংলাদেশ। তবে বিপত্তি বাধে ম্যাচের ৫৯ মিনিটে। নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার সোহেল রানাকে। ফলে দশ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। তবে কম খেলোয়াড়ের সেই বাড়তি সুবিধা মালদ্বীপকে আদায় করতে দেয়নি হাভিয়ের কাবরেরার শিষ্যরা।কম খেলোয়াড় নিয়ে রক্ষণাত্মক খেলার পরিবর্তে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলে বাংলাদেশ। এমনকি গোলের বেশকিছু ভালো সুযোগেও তৈরি করে জামাল বাহিনী। যদিও ম্যাচের শেষদিকে গোলের বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করে মালদ্বীপের খেলোয়াড়েরাও। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন লাল-সবুজরা।
এই জয়ে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে উঠলো বাংলাদেশ। যেখানে হোম এন্ড এ্যওয়ে ভিত্তিতে বাংলাদেশকে খেলতে হবে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিরুদ্ধে।