এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভারত। মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঈশান কিষান ও শুভমান গিলের ঝোড়ো ব্যাটিংয়ে ৬.১ ওভারে ১০ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় ভারত। একই সঙ্গে এশিয়া কাপের অষ্টম শিরোপাও নিজেদের করে নেয় তারা।১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন ইশান কিশান।আরেক ওপেনার শুভমান গিল ৬ চারের সাহায্যে করেন ১৯ বলে ২৭ রান।
এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লংকান অধিনায়ক দাশুন শানাকা।শুরু থেকেই শ্রীলঙ্কার ব্যাটারদের চেপে ধরে বুমরাহ ও সিরাজ। প্রথম ওভারেই কুশল পেরেরাকে শূন্য রানে ফেরান বুমরাহ।তবে লংকানদের সর্বনাশ যা হওয়ার তার সবই হয় ম্যাচের ৪র্থ ওভারে।সিরাজের করা ওই ওভারে চারটি উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথম বলে জাদেজার হাতে ক্যচ দিয়ে ফেরেন নিশানকা।তৃতীয় বলে সামারাইকরামা পড়েন এলবিডব্লিউর ফাঁদে। আর চতুর্থ ও ষষ্ঠ বলে আউট হন যথাক্রমে আসালাঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভা। ১২ রানে ৬ উইকেট হারানো শ্রীলঙ্কা এরপর আর ম্যাচেই ফিরতে পারেনি।ম্যাচের ১৬তম ওভারে শেষ ব্যাটার হিসেবে হার্দিক পান্ডের বলে যখন পাথিরানা আউট হন লংকানদের বোর্ডে তখন সর্বমোট রান ৫০।
কুশাল মেন্ডিস ১৭ ও দুশান হেমন্তের ১৩ রান বাদে দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি আর কেউই।
এক ওভারে চার উইকেট নেওয়া সিরাজ নেন ছয় উইকেট।এছাড়া হার্দিক পান্ডে তিন উইকেট লাভ করেন।