December 4, 2024
House #1, Road #17, Rupnagar Residential Area, Mirpur, Dhaka-1216
আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশ

দলে ডাক পেয়েছেন বিজয় ও নাঈম সাথে ইংল্যান্ডে পাড়ি জমাবেন ইমরুল আশরাফুল

এ যেন নতুন করে ক্যারিয়ার শুরু বিজয় নাঈমের। রেকর্ড গড়া পারফরম্যান্স করে দলে জায়গা পেয়েছেন।
জাতীয় দলের আগেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ ‘এ’ দল। খসড়া সূচি অনুযায়ী আগামী ১২ জুন ওয়েস্ট ইন্ডিজ যাবে ‘এ’ দল।বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার ‘এ’ দলের উইন্ডিজ সফর নিয়ে তিনি বলেন, ‘জুনে ‘এ’ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। সফরে একটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে।’

এদিকে বিসিবি সূত্রে বুধবার জানা গেছে, ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট লিগে পারফর্ম করা ক্রিকেটাররাই ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে যাবেন। প্রিমিয়ার লিগে রানের জোয়ার বইয়ে দেয়া এনামুল হক বিজয়, নাঈম ইসলামরা ‘এ’ দলে সুযোগ পেতে যাচ্ছেন।

প্রথমবার কাউন্টিতে খেলতে যাচ্ছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার
ইমরুলের সাথে ইংল্যান্ডের কাউন্টিতে খেলতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল
সিঙ্গাপুর থেকে দারুণ সুখবর পেল বাংলাদেশ দল

প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১৪ ইনিংসে তিনটি সেঞ্চুরি, আটটি হাফ সেঞ্চুরি করেছেন বিজয়। ১ হাজার ৪২ রান করা ডানহাতি এ
ওপেনারকে সরাসরি জাতীয় দলে সুযোগ দেয়া হবে না। আগে ‘এ’ দলে পরখ করা হবে বিজয়কে।

অভিজ্ঞ ব্যাটসম্যান নাঈমও প্রিমিয়ার লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে প্রায় সাড়ে ৮’শ রান
করেছেন। মিডল অর্ডার এই ব্যাটসম্যানও অনেক বছর পর বিসিবির কাঠামোতে সুযোগ পেতে পারেন। তাই ‘এ’ দলের হয়ে ক্যারিবিয়ানে যেতে পারেন তিনি।

জাতীয় লিগ, প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসান। ‘এ’ দলে দেখা যেতে পারে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *